চকচকে বলিউডের অন্ধকার দিক ফাঁস করলেন কৃতি!


বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি স্যানন এবার সরাসরি মুখ খুললেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলমান পুরুষ প্রাধান্য ও লিঙ্গ বৈষম্য নিয়ে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পুরুষ ও নারী অভিনেতার মধ্যে যে ছোট ছোট বৈষম্য করা হয়, সেটা ইন্ডাস্ট্রিতে গোপন নোংরামির বার্তা দেয়।”

২০১৪ সালে বলিউডে অভিষেকের পর থেকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন কৃতি। কিন্তু তার অভিজ্ঞতা বলছে, আজও নারী ও পুরুষ তারকাদের সঙ্গে সমান আচরণ করা হয় না।

তিনি বলেন, “পুরুষ অভিনেতার জন্য বড় গাড়ি, বড় মেকআপ রুম রাখা হয়। এটা শুধু গাড়ির বিষয় নয়, বরং আমাকে ছোট ভাবা হচ্ছে। আমি একজন নারী বলেই আমাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে।”

কৃতি আরও জানান, তার মা-বাবা দুজনেই পেশাজীবী ছিলেন এবং তাদের দুই মেয়েকে সমানভাবে দায়িত্ব নিতে শিখিয়েছেন। “আমার মা এমন এক সময়ে বড় হয়েছেন, যখন মেয়েদের শুধু ঘরে থাকার, রান্না করার, নিয়ম মানার শিক্ষা দেওয়া হতো। কিন্তু তিনি সেখান থেকেই বেরিয়ে এসে অধ্যাপক হয়েছিলেন,” বলেন কৃতি।

এই পারিবারিক শিক্ষা থেকেই কৃতি আজ সমাজের বৈষম্যের বিরুদ্ধে সরব হচ্ছেন। তিনি বলেন, “অনেক সময় দেখা যায় সহকারী পরিচালকরা প্রথমে আমাকে ডেকে নেয়, কিন্তু পরে অপেক্ষা করে পুরুষ অভিনেতার জন্য। আমি তখন বাধ্য হয়ে বলি, ‘এভাবে করো না’। এই মানসিকতাই বদলাতে হবে।”

বর্তমানে কৃতি স্যানন ব্যস্ত আছেন তার নতুন সিনেমা তেরে ইশক মে নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন ধানুশ।

Comments

Popular posts from this blog

স্বস্তিকার ক্ষোভ, বললেন ‘আই অ্যাম নট বুড়িমা’