স্বস্তিকার ক্ষোভ, বললেন ‘আই অ্যাম নট বুড়িমা’


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী বরাবরই স্পষ্টভাষী এবং নির্ভীক। ৪৪ বছর বয়সেও তার ব্যক্তিত্ব ও অভিনয় দক্ষতায় তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন। সম্প্রতি সংবাদমাধ্যমে নিজের সম্পর্কে ব্যবহৃত শিরোনাম নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

রোববার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বস্তিকা লেখেন, সংবাদমাধ্যমে তার সাধারণ কথাবার্তাকেও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। তিনি লেখেন, “কোনো দিন একটা স্বাভাবিক হেডলাইন দেখলাম না। সাধারণ কথা বললেই ‘ফেটে পড়লেন স্বস্তিকা’, ‘গর্জে উঠলেন স্বস্তিকা’, ‘বোমা ফাটালেন স্বস্তিকা’, ‘বিস্ফোরণ ঘটালেন স্বস্তিকা’—এই ধরনের শব্দ ব্যবহার করা হয়।”

এই প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “মাই নেম ইজ স্বস্তিকা মুখোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।”

তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্ত ও সহকর্মীরা তার সাহসী অবস্থানের প্রশংসা করেন। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় রসিকতা করে মন্তব্য করেন, “ওহ মা গো মা, নট বুড়িমা।” এক ভক্ত লেখেন, “দিদি তুমি কিন্তু সত্যিই বোমা, বম্বশেল যাকে বলে!”

উল্লেখ্য, এর আগেও এক সাক্ষাৎকারে স্বস্তিকা সংবাদমাধ্যমের অতিরঞ্জিত ভাষা ব্যবহারের বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেন, “আমি যদি গাজা নিয়ে মন্তব্য করি, খবরের কাগজে লেখা হয় ‘গাজা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বস্তিকা’। অথচ আমার কথাগুলো খুব সাধারণ, কোনো অসাধারণ কিছু নয়। সাংবাদিকরা নিজেদের সুবিধার জন্য এসব ‘বিস্ফোরক’ বা ‘বিতর্ক’ শব্দ ব্যবহার করেন।”

স্বস্তিকার এই প্রতিবাদ যেন তার নিজস্ব অবস্থানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরল—তিনি যেমন আছেন, তেমনই থাকতে চান, কোনো অতিরঞ্জনের মোড়কে নয়।

Comments

Popular posts from this blog

চকচকে বলিউডের অন্ধকার দিক ফাঁস করলেন কৃতি!